,

১দিনেই আক্রান্ত আড়াই হাজার ছাড়িয়ে, মৃত্যু আরো ২৩জনের

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্তও মৃত্যর সংখ্যা। গত ২৪ঘন্টায় নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ২৩ জন। এ নিয়ে দেশে মোট ৪২ হাজার ৮৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৫৮২ জন। মারা যাওয়া ২৩জনের মধ্যে ১৯জন পুরুষ ও ৪জন মহিলা। এদের মধ্য ১ জনের বয়স ১১-২০বছরের মধ্যে, ১ জনের বয়স ২১-৩০বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ৬ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে, ২ জনের বয়স ৭১-৮০বছরের মধ্যে, ১ জনের বয়স ৮১-৯০বছরের মধ্যে। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০জন, চট্রগ্রাম বিভাগের ৯জন, রংপুর বিভাগের ২জন, সিলেটের বিভাগ ১জন এবং বরিশাল বিভাগের ১জন।

নতুন করে গত ২৪ঘন্টায় নতুন ৫৯০জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯ হাজার ১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৪৯টি ল্যাভ থেকে ১১ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ২ লাখ ৮৭ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার (২৯মে) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।


     এই বিভাগের আরো খবর