,

৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বামজোটের গণবিক্ষোভ

স্টাফ রিপোর্টার : গণপরিবহনে ৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোট স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে গণবিক্ষোভ কর্মসূচী পালিত হয়। জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন-বামজোটের নেতা জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট রনধীর দাশ, বাসদ নেতা হুমায়ুন খান, এ.আর.সি কাউছার প্রমুখ।সংহতি প্রকাশ করেন জেলা উদীচী’র সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা, জাহাঙ্গীর আলম, আহাদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- করোনা মহামারীর সময়ে মানুষের আয় রোজগার নেই, যে মুহুর্তে মানুষ অর্থনৈতিকভাবে বিপদগ্রস্থ সেই মুহুর্তে গণপরিবহন বিশেষ করে বাসের ভাড়া বাড়িয়ে দিয়ে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ বিমানের ভাড়া বাড়ে নাই। বাসের মালিক শ্রমিকের বেতন বাড়ায় নাই। বিগত তিন মাস পরিবহন শ্রমিকদের পাশে মালিকরা যেভাবে থাকার কথা ছিল তারা সেভাবে শ্রমিকের পাশে থাকে নাই। তাই সরকার প্রজ্ঞাপন দিয়ে পরিবহন মালিকদের পক্ষ নিয়ে এই প্রজ্ঞাপন বাতিল করতে হইবে এবং বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। নতুবা জনগণ রাজপথে নেমে দাবী আদায়ে সরকারকে বাধ্য করবে।


     এই বিভাগের আরো খবর