,

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিচ্ছিহ্নতাবাদী কাশ্মিরীদের বিক্ষোভ

সময় ডেস্ক : লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বিচ্ছিহ্নতাবাদী কাশ্মিরীরা। গতকাল, বুধবার লন্ডন সময় দুপর এক ঘটিকা থেকে বিকেল তিন ঘটিকা পর্যন্ত সেন্ট্রেল লন্ডনের এল্ডউইচের ভারতীয় হাইকমিশনের সামনে বোরহান ওয়ানী নামে একজন কাশ্মিরী নাগরিকের চুতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিবাদ বিক্ষোভে প্রায় দুইশতাধিক ব্রিটিশ কাশ্মিরী নাগরিক যোগ দেয়। এসময় প্রতিবাদ কারীরা কাশ্মিরের স্বাধীনতার দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় এবং কাশ্মির থেকে ভারতীয় সেনা প্রত্যাহার এবং কাশ্মিরে গণহত্যা বন্ধের দাবী জানায়। এসময় প্রতিবাদ
কারীরা ‘‘ষ্টপ কিলিং‘‘ গো বেগ ইন্ডিয়ান আর্মি‘‘ মোদি টেররিষ্ট এইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়। প্রতিটি বক্তাই কাশ্মিরের স্বাধীনতার দাবী এবং তাদের ভাষায় গণহত্যা বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন। আয়োজক সংগঠন গ্লোবাল পাকিস্তান এন্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান রাজা সিকন্দর খানের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে
বক্তব্য রাখেন কাশ্মির জামাত যুক্তরাজ্য শাখার নেতা ঈমাম রামজি,পেট্রয়টিক ফ্রন্টের চেয়ারম্যান চৌধুরী তারিক মাহমুদ, রেহেনা রাজা,ব্রিটিশ কাকিস্তানী নাগরিক স্লাও কাউন্সিলের সাবেক মেয়র ইশরাত শাহা, সম্প্রতি লন্ডনে গঠিত সংগঠন ব্লাক মেটার্স আন্দোলনের নেতা সোরাইয়া বয়াদ এবং খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধান শিখ নেতা দান্না সিং।

এসময় বক্তরা বলেন ১৯৮৯ সাল থেকে শুরু করে এপর্যন্ত লক্ষাধিক নীরিহ কাশ্মিরীদের হত্যা করেছে ভারতীয় সেনা বাহিনী, প্রতিদিনই কাশ্মিরে সাধারন মানুষকে হত্যা করছে ভারতীয় আর্মি। এ পর্যন্ত বিশ হাজারেরও বেশী কাশ্মিরী নারী ভারতীয় সেনা বাহিনীর হাতে ধর্ষিত হয়েছে। বক্তারা কাশ্মির থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবী জানান সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাশ্মিরীদের স্বাধীনতার দাবীতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শিখ নেতা দন্না সিং বলেন শুধু কাশ্মিরীরাই হিন্দুত্ববাদী ভারতীয় সেনাদের হাতে নির্যাতিত হচ্ছেনা, শিখ পাঞ্জাবীদেরও হত্যা করছে ভারতীয় বাহিনী। তাই তিনি কাশ্মিরীদের সহমর্মিত্ধাসঢ়; জানাতে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করতে এসেছেন। তিনি স্বাধীন খালিস্তান এবং স্বাধীন কাশ্মিরের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর