,

ব্যালন ডি’অরের রেকর্ড হাতছাড়া রোনালদোর

সময় ডেস্ক : প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগে অন্তত ৫০ গোল করার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল, সোমবার রাতের ম্যাচে ল্যাজিওর বিপক্ষে ২-১ গোলের জয়ে শিরোপার কাছে এগিয়ে গেছে জুভেন্টাস। দলের দুই গোলই করেছেন রোনালদো। এরপর মধ্যে ৫১ মিনিটের গোলে সিরি আ’তে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন। ৫৪ মিনিটে করেন আরও এক গোল। এর আগে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে অন্তত ৫০ গোল করার কীর্তি গড়েছেন। এছাড়া ১৯৯৫ সালের পর ইতালির লিগে দ্রুততম ৫০ গোলের মালিকও তিনি। ল্যাজিওর বিপক্ষে জোড়া গোলে মৌসুমে ২৮ গোল হয়ে গেছে পর্তুগিজ যুবরাজের। তার হাতে আছে আরও চারটি লিগ ম্যাচ। রোনালদো তাই চলতি মৌসুমের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী বলতে গেলে কেবল বায়ার্ন মিউনিখের লেভানডভস্কি। যিনি ৩৪ গোল করে মৌসুম শেষ করেছেন। জিতেছেন জার্মান বুন্দেসলিগা। বার্সার লিওনেল মেসি চলতি মৌসুমে লিগে করেছেন ২৫ গোল। সহায়তা দিয়েছেন ২১ গোলে। তবে লিগটা জিততে পারেননি। ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে অবশ্য ছিলেন করিন বেনজেমা-কেভিন ডি ব্রুইনিরা। তবে এগিয়ে ছিলেন রোনালদো এবং লেভানডভস্কি। কিন্তু লেভা কিংবা সিআরের জন্য খারাপ সংবাদ হচ্ছে এবারের ব্যালন ডি’ অর দিচ্ছে না। বিষয়টি ফ্রান্স ম্যাগাজিনের এডিটর ইন চিফ নিশ্চিত করেছেন। এবারের ব্যালন ডি’অর স্থগিত হওয়ায় রোনালদোর একটি বিশেষ রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হচ্ছে। তার সামনে সুযোগ ছিল মেসির সমান ছয়টি ব্যালন ডি’ অর জেতার। সঙ্গে ভিন্ন তিন লিগে খেলে ব্যালন ডি’ অর জয়ের রেকর্ডের হাতছানি ছিল। জুভেন্টাস তারকা যেমন তিন লিগে ৫০ গোলের রেকর্ড গড়েছেন। তেমনি তিন লিগে খেলে ব্যালন ডি’অরও জয়ের কীর্তি যেতে পারতো তার ঝুলিতে। এর আগে ভিন্ন দুই লিগে খেলে ব্যালন ডি’অর জয়ের কীর্তি আছে। যেমন ইয়োহান ক্রুইফ আয়াক্স এবং বার্সেলোনার হয়ে ব্যালন ডি অর জিতেছেন। ব্রাজিলের রোনালদো ব্যালন ডি’ অর জিতেছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে। ঠিক একইভাবে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালন ডি’ অর জিতেছেন। এবার ভিন্ন তিন লিগে খেলে ব্যালন ডি’অরের রেকর্ডটা তার হতে হতেও হলো না।


     এই বিভাগের আরো খবর