,

আজমিরীগঞ্জে পৃথক দুই বাজারে প্রশাসনের অভিযানে জরিমানা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পৃথক দুটি বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা এবং বিকেল ৪টায় আজমিরীগঞ্জ সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান ও ২নং বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারে সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং ভোক্তা অধিকার নিশ্চিতে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস। অভিযানে মেয়াদ উর্ত্তীন্ন পন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি ও বিভিন্ন বিদেশি পণ্য বিনা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি করায় পাহাড়পুর বাজারের মাতৃভান্ডারকে ৮ হাজার, জয়হরি হোটেলকে ৭ হাজার, জনতা ষ্টোরকে ৭ হাজার, নিউ জননী ষ্টোরকে ৫ হাজার, জিসান ষ্টোরকে ৩ হাজার, রবিচরন এন্ড সন্সকে ৬ হাজার, জুই ষ্টোরকে ২ হাজার, নিপা ষ্টোরকে ১ হাজার, লাকী ষ্টোরকে ৩ হাজার, জেসিবি ষ্টোরকে ৩ হাজার টাকা অর্থকদন্ড প্রদান করা হয়। আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে ভোক্তা অধিকার ৫১/৫২ ধারায় এ অভিযান চালিয়ে পাহাড়পুরে অভিযান চালিয়ে ১০ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ। অপর দিকে বিকেল ৪টায় আজমিরীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০২০ অনুসারে, আব্দুল্লাহ খাঁনকে ১ হাজার, ছোট বাবুকে ৫ শত, রবিন মিয়া ৫ শত, বায়েজিদ মিয়া ১ হাজার, মানিক দেবকে ২ হাজার টাকা সহ মোট ৫ জনকে মোট ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সকলকে নির্দেশনা প্রদান এবং উপস্থিতদের মাস্ক পরিধানে বাধ্য করা হয়। অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুত কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর