,

সিএনজিতে ৩ জনের জায়গায় ৫ জন যাত্রী নিয়েও ভাড়া দ্বিগুণ ॥ চরম ভোগান্তি

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে করোনার প্রাদুর্ভাবের কারনে সরকারী সিদ্ধান্ত মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে যানবাহনে যাত্রী বহনে সিদ্ধান্ত আরোপ করা হলেও মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। সিএনজিতে ৩ জন যাত্রী নিয়ে চলাচল করার আদেশ থাকলেও তার ব্যতয় ঘটিয়ে ৫ জন যাত্রী নিয়েই দিব্যি চলাচল করছে সিএনজিগুলো। বানিয়াচং -হবিগঞ্জ, বানিয়াচং-নবীগঞ্জ রোডে সিএনজি সহ অন্যান্য যানবাহনগুলোও তদ্রুপ আইন অমান্য করে যাত্রী উঠা নামা সেই আগেরমতই চালিয়ে যাচ্ছে। অথচ ভাড়া পরিবর্তন করা হয়নি। যাত্রীদেরকে প্রতিনিয়ত গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সাধারণ যাত্রীদের ক্ষোভ যেন দিনদিন বেড়েই চলেছে। তাদের বক্তব্য যাত্রী যদি সেই আগের মতই বহন করা হয় তাহলে ভাড়া কেন দ্বিগুণ গুনতে হবে আমাদের। আমরা এই ভোগান্তির অবসান চাই। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার তারা সমাধান চান। এ ব্যাপারে যাত্রীদের প্রতিবাদ করতে দেখা গেলেও সামাজিক দূরত্বের দোহাই দিয়ে অনেক ড্রাইভার ও শ্রমিক যাত্রীদের সাথে খারাপ আচরণ করে থাকেন। যাত্রীরা হতাশার সূরে বলেন সারাদেশে করোনার কারনে সবকিছু স্থব্ধ সাধারণ মানুষের আয় রোজগার তেমন নেই বললেই চলে। অথচ ড্রাইভার ও শ্রমিকরা দিব্যি সরকারী আদেশের দোহাই দিয়ে আইন অমান্য করে দ্বিগুণ ভাড়া নিচ্ছে। এ যেন আরেক চাঁদাবাজি। যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে যাত্রীরা তাদের ক্ষোভ প্রকাশ করছে। অনেকে বলছেন প্রশাসন নিরব কেন? সাংবাদিকরা নিরব কেন? আসলেই এই সমস্যার আশু সমাধান হওয়াটা অতিব জরুরী বলে সচেতন মহল মনে করছেন। আব্দুল জলিল ইউসুফী তার ফেইসবুকে লিখেন, আজ নতুনবাজার থেকে সিএনজি দিয়ে আউশকান্দি আসলাম সরকারী নির্দেশ ৩ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও যাত্রী ঠিকই পাঁচ জন নিল অথচ ভাড়া না কমিয়ে একশত টাকা নিল। এ জুলুম আর কতদিন চলবে। স্থানীয় প্রশাসনকে তিনি এই বিষয়টি গভীরভাবে দেখার আহবান জানান। সাধারণ জনগনকে একটু শান্তিতে চলাচল করার সুযোগ করে দেওয়ারও দাবী জানান। এছাড়া আরও একাধিক ভুক্তভোগী যাত্রী জানান করোনায় সবকিছু স্থব্ধ অথচ ড্রাইবাররা নির্দয়ভাবে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। কথা বলতে গেলেই তাদের রোষানলের স্বীকার হতে হয় প্রতিনিয়ত। এ যেন মরার উপর খড়ার ঘা। স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসন, জনপ্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের যাত্রী ভোগান্তির বিষয়টি এবং দ্বিগুণ ভাড়া নেওয়ার বিষয়টি অতি দ্রুত সমাধান করে পূর্বের ভাড়া নির্ধারণ করে সিদ্ধান্ত দেওয়ার জোর দাবী সাধারণ যাত্রীদের।


     এই বিভাগের আরো খবর