,

নাটকের শব্দ গ্রহণের মান নিয়ে প্রশ্ন

সময় ডেস্ক ॥ নাটক-সিনেমায় শব্দগ্রহণ গুরুত্বপূর্ণ একটি অংশ। সারা বিশ্বে এর শব্দ গ্রহণের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা ও বাজেট। কারণ দর্শক ধরে রাখার জন্য শব্দগ্রহণ দারুণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে দেশীয় নাটকে শব্দ গ্রহণের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেক নাটকের শব্দ গ্রহণের মানের কারণে দর্শকরাও বেশ বিরক্ত। দেশীয় দর্শকদের বিদেশি সিরিয়াল কিংবা পার্শ্ববর্তী দেশের সিরিয়ালগুলোর প্রতি আকর্ষণ বোধ করার অন্যতম একটি কারণ তাদের মানসম্পন্ন শব্দগ্রহণ। যেটিতে আমাদের দেশীয় নাটক বেশ পিছিয়ে আছে। বিষয়টি নিয়ে নির্মাতা রহমতুল্লাহ তুহীন বলেন, নাটকের সাউন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পার্ট।
কিন্তু আমাদের নাটকের প্রতি খুব বেশি গুরুত্ব দেয়া হচ্ছে না আজকাল। কোনোভাবে শুটিং করতে পারলেই হলো। তবে এরদিকে গুরুত্ব না দেয়ার প্রধান কারণ হলো বাজেট স্বল্পতা। বিদেশি অথবা ভারতের টিভি সিরিয়ালগুলোর শুটিং করা হয় ক্লিপ মাইক্রোফোন বা কন্ট্রোলবক্স ল্যাপেল দিয়ে। একটা ল্যাপেলের জন্য প্রতিদিন অতিরিক্ত সর্বনিম্ন এক হাজার টাকা বাজেট রাখতে হয়। সেই ক্ষেত্রে একটি খণ্ড নাটকের সাউন্ডের ক্ষেত্রে বাজেট লাগে প্রায় ১০-১২ হাজার টাকা। কিছু নাটকে আরো বেশিও লাগতে পারে। যেখানে আমাদের বাজেট সংকট চরম আকার ধারণ করেছে, সেখানে এই অতিরিক্ত খরচের কথা নির্মাতাদের চিন্তায় থাকে না। বাজেট না থাকার কারণে আমাদের নির্মাতারা শুধু বুম বা ল্যাপেল দিয়ে শব্দ ধারণ করছেন। ফলে শিল্পীদের ভয়েসের লেবেল ঠিক থাকে না। একই সঙ্গে নয়েজও থাকছে। নির্মাতা সাগর জাহান এ বিষয়ে বলেন, এটি সত্যি আমাদের নাটকের অডিও অনেক খারাপ। যার কারণে দর্শকরা বিরক্ত হচ্ছেন। এর বেশকিছু কারণ আছে। আমাদের ভালো বাজেট নেই, স্টুডিও নেই। এছাড়া আমাদের সেট তৈরি না করেই শুটিং করতে হচ্ছে নির্দিষ্ট কিছু লোকেশনে। পাশের দেশের সিরিয়ালগুলো নির্মাণ হচ্ছে সেট তৈরি করে। এছাড়া তারা নিজস্ব স্টুডিওতে শব্দ ধারণ করছেন। যেটি এখন আমাদের দেশে দীপ্ত টিভি করছে। শব্দের মান উন্নয়নের জন্য বিশেষ বাজেটের ব্যবস্থা রাখতে হবে। তাহলে নির্মাতারা এর দিকে নজর দেবেন। নির্মাতা শিহাব শাহীন বলেন, আমাদের সাউন্ডের জন্য কোনো বাজেট থাকে না। বাজেট না থাকলে একজন নির্মাতা কীভাবে এর দিকে গুরুত্ব দেবেন। আমরা এখন বেশিরভাগ সময় শুধু বুম বা ল্যাপেল দিয়ে সংলাপ নিচ্ছি। শ্রুতিমধুর শব্দ ধারণের জন্য জুম ও কন্ট্রোলবক্সসহ ল্যাপেল ব্যবহার করতে পারলে আমরা ভালো মানের শব্দ পেতাম। একক নাটকের ক্ষেত্রে জুম ও কন্ট্রোলবক্সসহ ল্যাপেলের খরচ পড়বে প্রতিদিন দশ হাজারের বেশি। বর্তমান নাটকের বাজেট দিয়ে এটি কোনোভাবেই সম্ভব না। নির্মাতা সরদার রোকন বলেন, পাশের দেশের নাটকগুলো নির্মাণ হচ্ছে সেট তৈরি করে। এছাড়া তাদের নিজস্ব স্টুডিও আছে। তারা অনেক ক্ষেত্রে ডাবিং করছেন। স্টুডিও ডাবিংয়ের বাইরে তারা কন্ট্রোলবক্স ল্যাপেল দিয়েই শুটিং করছেন। এগুলোর জন্য বাজেট রাখতে হয়। আমাদের সেই ব্যবস্থা নেই। যার কারণে আমাদের শব্দগ্রহণ অনেক দুর্বল।


     এই বিভাগের আরো খবর