,

আইপিএলে হেড কোচদের আকাশছোঁয়া বেতন!

সময় ডেস্ক ॥ অবশেষে দুবাইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের আইপিএল। বিশ্বের ক্রিকেট তারকাদের দেখতে টিভির পর্দায় চোখ রাখছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ভাল ক্রিকেটারকে দলে নেওয়া নয়, আইপিএলে সাফল্য অনেকটাই নির্ভর করে পরিকল্পনার উপর। আর তাই এই বছর আইপিএলে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল বিশ্বমানের কোচ নিয়োগ করেছে। শুধু হেড কোচই নন, সেই সঙ্গে আলাদা করে ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচও নিয়োগ করেছে প্রত্যেকটি দল। তাঁদের বেতনও আকাশছোঁয়া।
এক নজরে দেখে নিন আইপিএলে কোন দলের হেড কোচ কে? এবং তাঁদের বেতনই বা কত।
১. চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনির টিম এবারও ভরসা রেখেছে স্টিফেন ফ্লেমিংয়ের উপরেই। দীর্ঘদিন ধরেই তিনি চেন্নাইয়ের হেড কোচের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বেতন ৩.৪ কোটি টাকা। ফ্লেমিং ছাড়াও কোচিং স্টাফে রয়েছেন মাইক হাসি (ব্যাটিং কোচ), লক্ষ্মীপতি বালাজিরা (বোলিং কোচ)।
২. কলকাতা নাইট রাইডার্স: এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর কোচিংয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম। তিনি সদ্য ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে চ্যাম্পিয়ন করিয়েছেন। তাঁরও বেতন ফ্লেমিংয়ের মতো ৩.৪ কোটি টাকা। ম্যাকালাম ছাড়া কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক নায়ার (সহকারী কোচ), টাইমল মিলস (বোলিং কোচ), জেমস ফস্টার (ফিল্ডিং কোচ), ডেভিভ হাসি (মেন্টর)।
৩. মুম্বাই ইন্ডিয়ান্স: আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোচিং করাচ্ছেন মাহেলা জয়বর্ধনে। তাঁকে দলে নেওয়ার জন্য রোহিত শর্মার দলকে খরচ করতে হয়েছে ২.২৫ কোটি টাকা। জয়বর্ধনে ছাড়া কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা হলেন–রবীন সিং(ব্যাটিং কোচ), শচীন টেন্ডুলকার (ব্যাটিং মেন্টর), শেন বন্ড (বোলিং কোচ), জেমস পামেন্ট (ফিল্ডিং কোচ)।
৪. সানরাইজার্স হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ হিসেবে এবার নিযুক্ত হয়েছেন ট্রেভর বেলিস। তাঁর বেতন ২.২৫ কোটি টাকা। এছাড়াও কোচিং স্টাফে রয়েছেন ব্র্যাড হ্যাডিন (সহকারী কোচ), মুথাইয়া মুরলীধরন (বোলিং কোচ), বিজু জর্জ (ফিল্ডিং কোচ), ভিভিএস লক্ষণ (মেন্টর)।
৫. দিল্লি ক্যাপিটালস: এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং করাচ্ছেন রিকি পন্টিং। তাঁকে বেতন দিতে হচ্ছে ৩.৪ কোটি টাকা। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন মোহাম্মদ কাইফ (সককারী কোচ), সামুয়েল বদ্রী (স্পিন বোলিং কোচ), রায়ান হ্যারিস (বোলিং কোচ)
৬. রাজস্থান রয়্যালস: রয়্যালসরা এবার তাঁদের কোচ হিসেবে নিযুক্ত করেছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। তাঁর বেতন ৩.৪ কোটি টাকা। এছাড়াও কোচিং স্টাফে রয়েছেন অমল মজুমদার (ব্যাটিং কোচ), সাইরাজ বাহুতুলে (স্পিন বোলিং কোচ), রব ক্যাসেল (ফাস্ট বোলিং কোচ), দিশান্ত ইয়াগনিক (ফিল্ডিং কোচ)।
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: চলতি বিরাটদের কোচ সাইমন কাটিচ। প্রাক্তন অজি ক্রিকেটারের বেতন ৪ কোটি টাকা। তাঁর সহযোগী হিসেব রয়েছেন অ্যাডাম গ্রিফিথ (বোলিং কোচ), সিদ্ধার্থ শ্রীরাম (ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ)।
৮. কিংস ইলেভেন পাঞ্জাব: এবারের আইপিএলের একমাত্র ভারতীয় কোচ অনিল কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবে কোচিং করাচ্ছেন কুম্বলে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি লেগস্পিনারের বেতন ৪ কোটি টাকা। কুম্বলের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (অ্যাসিস্ট্যান্ট কোচ), ওয়াসিম জাফর (ব্যাটিং কোচ), চার্ল ল্যাঙ্গভেল্ট (বোলিং কোচ), জন্টি রোডস (ফিল্ডিং কোচ)।


     এই বিভাগের আরো খবর