,

হবিগেঞ্জ জেলা বিজ্ঞান ক্লাবের উদ্যেগে জেলা শিক্ষা অফিসের ছাদে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার :  “হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর উদ্যেগে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের ছাদে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুস্টিত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার “জনাব মোহাম্মদ রুহুল্লাহ মানিক, হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি মতিয়র রহমান, সহ-সভাপতি জে.এম শামিম, সাধারন সম্পাদক মোশাহিদ আহমেদ, দপ্তর পরিচালক  আদনান আর রহমান, কোষাধ্যক্ষ  মোশারফ আলম চৌ:, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহদি হাসান, গবেষণা বিষয়ক সম্পাদক  কিবরিয়া আহমদ ও সদস্য সচিব নাহিদ আহমদ সহ আরও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন । বৃক্ষরোপণের পূর্বে সংকিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে ক্লাবের উপদেষ্টা হিসেবে জনাব মোহাম্মদ রুহুল্লাহ মানিক বলেন , “হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব”-এর লক্ষ্য ও পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে অতি অল্পসময়ের পরিবর্তনে হবিগঞ্জকে এক অনন্য বিজ্ঞানের শহর হিসেবে গড়ে তুলা সম্ভব হবে । তিনি চান “হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এগিয়ে যাক তাদের নিজের গতিতে, তিনি আরও বলেন যে, যেকোনো প্রয়োজনে তিনি সর্বোচ্চ সহযোগীতা করবেন, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় উক্ত সভায় এবং COVIT-19 -এর প্রকোপ স্বাভাবিক হওয়ার পর তিনি বলেন,”চিন্তা, গবেষণা, আবিষ্কার” এর “হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” যেন তাদের লক্ষ্য ও কার্যক্রম হবিগঞ্জ জেলার সকল স্কুলে অব্যাহত রাখতে পারে এর জন সর্বাত্মক সহযোগীতা করার জন্য সকল স্কুলের শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান ।


     এই বিভাগের আরো খবর