,

জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে ও পৃষ্টোপোষকতায় জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দিনব্যাপী এ কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম/২য়/৩য় স্থান অধিকারী দলসমূহ নিয়ে লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৯টি দল এতে অংশগ্রহণ করে। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ৮ দল নিয়ে অনুষ্ঠিত হয় মৌখিক প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি মেনে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলটি। এতে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও হোমল্যান্ড আইডিয়াল স্কুল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ভেজালমুক্ত খাবার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় এবং সেমিনার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার তওহীদ আহমেদ সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত।


     এই বিভাগের আরো খবর