,

বানিয়াচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ

সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলা সদরের শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদির বখ্ত সোহেলীর বিরুদ্ধে সরকারি অনুদান মাইনর ও ক্ষুদ্র মেরামত, স্লীপ/সিএফএস এর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ১৯ অক্টোবর সোমবার উপজেলা শিক্ষা অফিসার বরাবরে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আফতাব আলী অভিযোগটি করেন। অভিযোগ সূত্রে জানাযায়, প্রধান শিক্ষক চলতি বছরসহ গত তিন বছরে বিদ্যালয়ে পাওয়া যাবতীয় সরকারি বরাদ্ধের কোন হিসাব যথাযথ ভাবে সভাপতিসহ কমিটিকে দেননি। অথচ অনুদানের টাকা প্রাপ্তির পূর্বেই ভাউচার এবং চেক বইয়ে সভাপতির সাক্ষর নিয়ে যান । গত কয়েক মাস পূর্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপব”ত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠলে তিনি বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপ করে ধামাচাপা দেয়ার চেষ্টা তদবির করে যা”েছন। এছাড়া ও তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করে থাকেন। এ ব্যাপারে শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ আফতাব আলী বলেন যাবতীয় সরকারি অনুদানের যথাযথ হিসাব না পাওয়ায় প্রধান শিক্ষক নাদির বখ্ত সোহেলীর বিরুদ্ধে লিখিত অভিযোগটি দায়ের করেছি। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কতৃক দেয়া লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষি সাব্য¯’ হলে উক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর