,

শিক্ষাকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে চাই -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, এলাকার অগ্রগতিতে শিক্ষা-সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তাই আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট থেকে আপনাদের জন্য মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় এনেছি। সকলের দোয়া নিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ। হবিগঞ্জে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় গতকাল সোমবার তেঘরিয়া ইউনিয়নে তাঁকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে এলাকার হাজারো জনতা অংশ নেন। তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমএ মোত্তালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমেরিকা প্রবাসী শাহীন আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের উদ্বৃতি দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী বলেন, এমপি আবু জাহির যে উন্নয়ন কাজ করেছেন হবিগঞ্জবাসী আজীবন এর সুফল ভোগ করবে। হবিগঞ্জবাসী আজীবন তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিগত পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আবু জাহিরকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে গেল প্রায় এক যুগে সংসদ সদস্যের মাধ্যমে তেঘরিয়া ইউনিয়নে সম্পাদন হওয়া উন্নয়ন কর্মকান্ডের ডকুমেন্টারী প্রদর্শন করেন আয়োজকরা। তখন দলমত নির্বিশেষে তেঘরিয়া ইউনিয়নের দুই সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ সফর আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শিবলু মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর