,

ক্রিকেটে ফিরেই সিংহাসন ফিরে পেলেন ক্রিকেট বিশ্বের নবাব রেকর্ড আল হাসান

জাবেদ ইকবল তালুকদার : নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই সাকিব আল হাসানকে বিরাট এক সুখবর সুখবর দিল আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্ব ক্রিকেটে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান। গতকাল ৪নভেম্বর (বুধবার) দুপুরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে  আছেন এই বাঁহাতি টাইগার অলরাউন্ডার। দুইয়ে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১, তৃতীয় ক্রিস ওকসের ২৮১, চার নম্বরে থাকা বেন স্টোকসের রেটিং পয়েন্ট ২৭৬। সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দেড় বছর আগে। গত বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল তাঁর শেষ ওয়ানডে। দীর্ঘ দেড় বছর ক্রিকেটের বাইরে থাকলেও এই সময়ের মধ্যে ওয়ানডেতে তাঁকে টপকে যাওয়া তো দূরের কথা র‌্যাটিং পয়েন্টে তার ধারে কাছও যেতে পারেনি বিশ্বের আর কোনো অলরাউন্ডার। নিষেধাজ্ঞার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৪। এ বছরের মার্চে তিনটা ওয়ানডে হাতছাড়া হওয়ায় এখন সেটি নেমে এসেছে ৩৭৩–এ। তবুও তিনি তাঁর জায়গাতেই আছেন ।
র‍্যাঙ্কিংয়ে সাকিবের শীর্ষস্থান ধরে রাখার খবরটি ছড়িয়ে পড়ার পরই সোসিয়াল মিডিয়ায় শুরু হয় সাকিবকে নিয়ে সাকিব ভক্তদের লেখালেখি। সাকিব ভক্তরা তো সাকিবকে সাকিব আল-হাসান বলতে চাননা। ভক্তরা সাকিবতে ক্রিকেট বিশ্বের নবাব রেকর্ড আল-হাসান বলেই ডাকেন।


     এই বিভাগের আরো খবর