,

হবিগঞ্জে তাবিজ বিক্রি করে যাদুকরের প্রকাশ্যে প্রতারণা

সংবাদদাতা ॥ হবিগঞ্জ ফৌজদারি আদালতে প্রকাশ্যে চলছে প্রতারণা। যাদুকর আব্দুল খালেকের প্রতারণার শিকার হয়ে অনেক বিচারপ্রার্থীরা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ দিকে পুকুর পাড়ে মজমা বসিয়ে উচ্চস্বরে আওয়াজ করে প্রতারণা করছে খালেক। তার উচ্চস্বরে আওয়াজের কারণে আদালতের বিচারিক কাজের ব্যাঘাত ঘটছে। জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন আদালত বন্ধ থাকলে খালেককে দেখা যায়নি। বর্তমানে আদালত আবার চালু হলে সে আবারও কোর্টে মজমা বসাচ্ছে এবং বিভিন্ন রোগের দোহাই, মামলাতে জয় লাভের আশা দিয়ে তাবিজ কবজ বিক্রি করে প্রতারণা করছে। তার একটি সংঘবদ্ধ দালাল চক্র রয়েছে। তাদের মাধ্যমে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষদের বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। অনেকে টাকা দিয়ে তাবিজ নিয়ে ফল না পেলে তার কাছে এলে সে ও তার দালাল বাহিনী ভয় ভীতি প্রদর্শন করে। ২০১৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেক ও তার সহযোগীদেরকে তন্ত্রমন্ত্রের জিনিসপত্রসহ হাতেনাতে আটক করেন। পরে ভবিষ্যতে এরকম করবে না বলে মুচলেকা দিলে তাকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে আবার সক্রিয় হয়ে উঠে। সে সদর উপজেলার গোপায়া গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খালেক তার এক নাতিকে নিয়ে মজমায় বসেছে এবং শিশু নাতিকেও এ বিষয়ে ট্রেনিং দিচ্ছে। এ বিষয়ে এনডিসি মোহাম্মদ জহুর হোসেন জানান, জরুরি ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর