,

এবার বার্সার কাছে ৪৪ মিলিয়ন ইউরো দাবি নেইমারের

সময় ডেস্ক ॥ দুই পক্ষের মধ্যেই আইনি মারপ্যাঁচ লেগেই আছে। একপক্ষ আরেক পক্ষের বিপক্ষে মামলা করছে পাওনার দাবিতে। এবার বার্সেলোনার কাছে ৪৪ মিলিয়ন ইউরো দাবি করেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ডি সিলভা জুনিয়র। এর আগে এক মামলায় হেরে যাওয়ায় বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো ফেরত দিতে বলেছিলেন আদালত। সেই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন নেইমারের আইনজীবীরা। একটি কাতালান সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে ‘মার্কা’। কাতালান সংবাদমাধ্যমটির রিপোর্টে বলা হয়েছে, সাবেক ক্লাবের কাছে সবমিলিয়ে প্রায় ৬০ মিলিয়ন ইউরো দাবি করেছেন নেইমার। তবে তিনি নিজে এখনও বিশ্বাস করেন, ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমানোর আগে বার্সার কাছে চুক্তি নবায়ন বোনাসের ৪৪ মিলিয়ন ইউরো পাওনা আছেন। আর তার আইনজীবীরা এই অংক ৬০ মিলিয়ন ইউরো বলে দাবি করেছেন। নেইমার যদি পিএসজিতে যা যেতেন তাহলে অবশ্যই তাকে বোনাস দিতে বাধ্য থাকতো বার্সা। কিন্তু লা লিগার জায়ান্টদের দাবি, নেইমার চুক্তি ভঙ্গ করেছেন। ফলে বোনাস দাবি করার কোনো অধিকার নেই তার। বরং চুক্তিভঙ্গের অপরাধে উল্টো নেইমারের কাছে জরিমানা দাবি করে পাল্টা মামলা করে বার্সা। বিষয়টি এখন কাতালুনিয়ার হাই কোর্টে বিচারাধীন। বার্সার দাবি, ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকার জন্য চুক্তি নবায়ন করায় নেইমারকে ২৬ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু নেইমারের পিএসজিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বোনাস আটকে দেয় কাতালান ক্লাবটি।


     এই বিভাগের আরো খবর