,

‘মানবসেবা-হবিগঞ্জ’ এর লিগ্যাল সাপোর্ট প্যানেল গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজের নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষকে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে ‘মানবসেবা’ সামাজিক সংগঠন হবিগঞ্জ এর উদ্যোগে এবং হবিগঞ্জের ৬ জন বিশিষ্ট আইনজীবীবৃন্দের সমন্বয় ‘লিগ্যাল সাপোর্ট প্যানেল’ গঠন করা হয়েছে। প্যানেলের সদস্যবৃন্দরা হলেন হবিগঞ্জ বারের অন্যতম সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা এড. স্বদেশ রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী এড. কমরেড জুনায়েদ আহমেদ, বিশিষ্ট আইনজীবী এড. ফয়জুল বশীর চৌধুরী সুজন, বিশিষ্ট আইনজীবী এড. সৈয়দ সামায়ুন বখ্ত, হবিগঞ্জ জেলা বার-এর ক্রীড়া ও সামাজিক সম্পাদক বিশিষ্ট তরুণ আইনজীবী এড. প্রতীম গোপ, বিশিষ্ট তরুণ আইনজীবী এড. সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ। মানবসেবা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে মানবসেবা-হবিগঞ্জ সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, দূর্যোগকালীন মানবিক সহযোগিতাসহ আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। বর্তমানে সমাজের অসহায়-হত দরিদ্র নির্যাতিত-নিপীড়িত মানুষকে আইনী পরামর্শ ও সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ ও উদ্দেশ্য নিয়েই হবিগঞ্জের বিশিষ্ট ৬ জন আইনজীবীবৃন্দের সমন্বয়ে লিগ্যাল সাপোর্ট প্যানেল গঠন করা হয়েছে। মানবসেবা-হবিগঞ্জ এর সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী বলেন সমাজের যে কোন অসহায় মানুষ আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করলে যথাসাধ্য সহযোগিতা করা হবে।


     এই বিভাগের আরো খবর