,

মোটর মালিক গ্রুপ সিএনজিকে অবৈধ ঘোষণা করায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ স্মারক লিপি প্রদান করেছেন। এতে তারা বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ তুলে ধরেছেন। এর উল্লেখযোগ্য কিছু অংশ হলো, গত ১৮ নভেম্বর তারিখে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সংবাদ সম্মেলন করে। এতে তারা উল্লেখ করে সিএনজি অটোরিকশা অবৈধভাবে আঞ্চলিক ও মহাসড়কে চলাচল করছে এবং তারা এর প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে। অথচ সিএনজি অটোরিকশাকে বাংলাদেশ সরকার কর্র্তর্”ক বৈধ রেজিস্ট্রেশন দেয়া হয়েছে এবং সিএনজি অটোরিকশার ফিটনেস বা পারমিট রয়েছে। অথচ সিএনজি অটোরিকশাকে অবৈধ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন করা হয়েছে। যা মানহানিকর। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও আইন উপদেষ্ঠা এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু সদস্য সচিব তানভীর আহমেদ জুয়েল ও সদস্য মাহবুবুর রহমান হিরু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মোটর মালিক গ্রুপের অনেক অনিয়ম রয়েছে। তাদের অধিকাংশ গাড়িই ফিটনেস বিহীন। তারা অবৈধভাবে পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তারা অন্যকোন মালিককে তাদের সদস্য না করে যারা আছে তারাই একক আধিপত্য বিস্তার করে আছে। তাদের সমিতির অতিরিক্ত ফি আদায় করে মালিকদেরকে জিম্মি করে রেখেছে। তাদের জীপ গাড়ি আছে, চান্দের গাড়ি আছে যা বিভিন্ন রোডে চলে যার কোন বৈধতা নেই। তাছাড়া তাদের কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে হবিগঞ্জের বিভিন্ন স্ট্যান্ডে জোরপূর্বক চাঁদা আদায় করে না দিলে তাদের উপর হামলা করা হয়। এ ছাড়া হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের যে সকল গাড়ি রাস্তায় চলে সবই অবৈধ। কারণ এদের প্রত্যেক গাড়ির ইঞ্জিন, চেসিস একটা আরেকটার সাথে মিল নেই। সেগুলো বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়াও যে সকল সিএনজির নম্বর প্রক্রিয়াধীন আছে সেগুলো দ্রুত দেয়ার দাবি জানানো হয়। অন্যতায় তারা কঠিন কর্মসূচি দেবে বলে হুশিয়ারী দেন।


     এই বিভাগের আরো খবর