,

খোয়াই নদীর চর থেকে মাটি ও বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর বিভিন্ন চর থেকে মাটি ও বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। ফলে নদী ও বাঁধ হুমকির মুখে রয়েছে। যে কোন সময় ধসে পড়ে আশপাশে থাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে। অভিযোগ রয়েছে, গরুর বাজার এলাকার খোয়াই বাঁধ থেকে কাশিপুর পর্যন্ত বিভিন্ন স্থানে একদল প্রভাবশালী মাটি কেটে বিভিন্নস্থানে পাচার করছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন অভিযান চালিয়ে রিচি আইড়াকোনা গ্রামের মৃত নানু মিয়ার পুত্র বজলু মিয়াকে হাতেনাতে আটক করেন। এ সময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার সরঞ্জাম বিনষ্ট করা হয়। পরে তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন সদর থানার এসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ। ম্যাজিস্ট্রেট জানান, যে সকল এলাকায় মাটি কাটা হচ্ছে এবং গরুর বাজার খোয়াই বাধ থেকে কাশিপুর পর্যন্ত নিয়মিত অভিযান চালানো হবে।


     এই বিভাগের আরো খবর