,

চুনারুঘাটে ইভটিজিং, নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইভটিজিং, নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে মিরাশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মো: রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সাধন চন্দ্র আচার্য্য’ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- চুনারুঘাট ইউসিসিএ লি: এর চেয়ারম্যান নুরুল ইসলাম ফটিক, মিরাশী ইউনিয়নের বিট অফিসার এস.আই মো: হেলাল উদ্দিন, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছ আলী আলতা মিয়া, চুনারুঘাট উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সৌমিত্র পাল চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান), সিনিয়র সহ-সভাপতি মো: ফারুক মিয়া, ইউপি সদস্য মানিক মিয়া তালুকদার, ফরিদ গাজী, সুরুজ আলী, তাজুল ইসলাম, সংরতি নারী ইউপি সদস্য নুরজাহান আক্তার, নুরুন্নাহার সুলন, জাহানারা আক্তার, নালমুখ বাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী হাজী ওমর ফারুক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এমরান মিয়া প্রমুখ। সভায় বক্তারা সমাজে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর