,

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ডাকাত বলে মসজিদে মাইকিং, গ্রামবাসীর ধাওয়ায় পলায়ন

এলাকায় উত্তেজনা

সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় (ইলিমপুর) গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল হোসেন নামে সৌদি আরব প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় এলাকায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার দিবাগত গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এর জেরে এলাকায় উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় (ইলিমপুর) গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেনের সাথে ওই গ্রামের মৃত মখলিস মিয়ার পুত্র রইছ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছি। এরই জের ধরে গত শুক্রবার গভীর রাতে শীতের রাতে কুয়াশা আচ্ছন্ন আকাশে তোফাজ্জল হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় রইছ মিয়া, আকলু মিয়া, ওলি মিয়া, শাহজাহান ও কাদির মিয়া গংরা। এ সময় কলাপসিবল গেইটের ও ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টাকালে তোফাজ্জল মিয়ার পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় প্রবাসী পরিবারের আর্ত চিৎকারে আশপাশের লোকজন গ্রামের মসজিদ গুলোতে ডাকাত ডাকাত বলে মাইকিং করলে দুর্বৃত্তরা গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়। তাৎক্ষণিক প্রবাসী তোফাজ্জল ৯৯৯ নাম্বারে জরুরি কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায ক্ষুব্ধ গ্রামবাসী শনিবার এক বিশাল প্রতিবাদ সভা করলে উত্তেজিত গ্রামবাসীকে শান্তনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনো অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর