,

আজ নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন, ৫ পদে লড়ছেন ১৬ প্রার্থী

কে কে আসছেন প্রেস ক্লাবের দায়িত্বে?

 

সুমন আলী খাঁন ॥ আজ মঙ্গলবার নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। এ নির্বাচনে ৫ পদে লড়ছেন মোট ১৬ প্রার্থী। ২ জন প্রবাসীসহ নবীগঞ্জ প্রেসক্লাবে মোট সদস্য ৪৫ জন। এদের মধ্যে ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ। কে কে আসছেন প্রেস ক্লাবের দায়িত্বে তা নিয়ে চলছে সাংবাদিকদের মাঝে আলোচনা-সমালোচনা। আজ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলমান থাকবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
গত বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি এবং সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ -এর উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
সভাপতি পদে প্রার্থীরা হলেন, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল ও দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশাহিদ আলী আশা। সহ-সভাপতি পদে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ। সাধারণ সম্পাদক পদে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, দৈনিক ভোরের ডাক -এর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার, এনটিভি -এর নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু ও দৈনিক আজকালের খবর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময় -এর প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, দৈনিক খবর বাংলাদেশ -এর প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক লোকালয় বার্তা -এর প্রতিনিধি তৌহিদ চৌধুরী ও দৈনিক আজকের হবিগঞ্জ -এর বিশেষ প্রতিনিধি মোঃ নাবেদ মিয়া।
অর্থ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বার্তা -এর প্রতিনিধি আলী হাছান লিটন ও দৈনিক সংগ্রাম -এর প্রতিনিধি শওকত আলী।
উল্লেখ্য, এবার দ্বিতীয়বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এর নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর