,

নবীগঞ্জে ভূমিহীন সেজে বিভিন্ন মালিকের দখলকৃত জায়গা দখলের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে ভূমিহীন সেজে বিভিন্ন মালিকের দখলকৃত জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের সোনাহর আলী মেয়ে মোছাঃ সামছিয়া বেগম ভূমিহীন না হওয়া সত্ত্বেও বিগত ২২/০৯/২০১৯ ইং তারিখে স্থায়ী বন্দোবস্ত মামলা নং ২০/২০১৫ মূলে চৌদ্দ শতাংশের একটি ভূমি বন্দোবস্ত হিসেবে পান। তার পৈতৃক সম্মত্তির পরিমাণ প্রায় ১২ একর। যার মালিক মোছাঃ ছামিয়া বেগম ও তার দুই ভাই শাহজাহান সাজু এবং শামীম আহমদ। কিন্তু সে ভূয়া ভূমিহীন সেজে নিজের নামে বন্দোবস্ত নেওয়া জায়গা সনাক্ত না করে নেওয়ায় জে.এল নং- ৪০, ১ নং খতিয়ানের ৬৭ নং দাগের বিভিন্ন মালিকের দখলকৃত জায়গা নিজের বলে দাবী করে। সেই সাথে জায়গার মালিকপক্ষকে অহেতুক হয়রানি সহ হুমকী, ধামকী এবং মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক দখল নেওয়ার পায়তারা করে আসছে। এ ঘটনায় গত বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন উপজেলার কামারগাঁও গ্রামের রায়হান উদ্দিন।


     এই বিভাগের আরো খবর