,

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড

সংবাদদাতা ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযানে বৃন্দাবন ছড়া নামক স্থান থেকেঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন ছড়া নামক স্থানের যাদবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালু বোঝাই পিকআপ ভ্যান সহ গাড়ির মালিক যাদবপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ইমাদ উদ্দিন কাওছার (৩৪)কে আটক করা হয়।
পরে সোমবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) অনুযায়ী কাওছারকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। বিকেলে বাহুবল মডেল থানা পুলিশের মাধ্যমে কাওছারকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অবৈধভাবে বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’


     এই বিভাগের আরো খবর