,

অস্কার দৌঁড়ে বিদ্যার ছবি ‘নটখট’

সময় ডেস্ক ॥ বিদ্যা বালান অভিনীত শর্ট ফিল্ম ‘নটখট’ ২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় সেরা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে। এর আগে অভিনেত্রী সায়নী গুপ্তর ছবি ‘শেমলেস’ অস্কারের দৌঁড়ে নাম লিখিয়েছিল। ‘নটখট’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী বিদ্যা। তবে কেবল অভিনয় নয়, এই ছবির মধ্য দিয়ে প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। শান ব্যাস পরিচালিত ৩৩ মিনিটের এই ছবির প্রিমিয়ার হয় ‘ট্রিবেকাস উই আর ওয়ান: গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। এরই মধ্যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল স্টাটগার্ট-এ ‘জার্মান স্টার অব ইন্ডিয়া’ পুরস্কার পেয়েছে মা-ছেলের রসায়ন নিয়ে তৈরি ‘নটখট’। ‘আরএসভিপি মুভিস’-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অস্কার দৌঁড়ে ‘নটখট’ স্থান পাওয়ার খবরটি দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা এই ছবিটি পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দিতে পেরেছি। ছবির গল্পের মাধ্যমে জানাতে চেয়েছি, সমাজে বদল আনতে হলে তার প্রথম পদক্ষেপ নিজের বাড়ি ঘরে হওয়া উচিত। ২০২১ সালের অস্কার প্রতিযোগিতায় নাম লেখাতে পেরে সন্তোষ প্রকাশ করেছে আরএসভিপি মুভিস। অস্কারের দৌড়ে নাম আসায় বিদ্যাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিদ্যা ছাড়াও ‘নটখট’ ফিল্মে অভিনয় করেছেন রাজ অর্জুন, অতুল তিওয়ারি প্রমুখ।


     এই বিভাগের আরো খবর