,

সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরাতে রিট

সময় ডেস্ক ॥ সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাচার করা অর্থ ফেরত আনতে এবং বিদেশে অর্থপাচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার আইনজীবী আব্দুল কাইয়ুম খান এবং সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিটে অর্থ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষসহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনকারীরা
জানান, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলে ক্রমানুসারে শিগগিরই এর শুনানি হতে পারে। সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর