,

নবীগঞ্জে জায়গা বিক্রি করে রেজিষ্ট্রি করে দিচ্ছেনা বিক্রেতা দেলোয়ার

তোফাজ্জল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পুরুষউত্তমপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন বিগত ২৫/০৫/২০১১ইং তারিখে একই গ্রামের মৃত- সমসর উদ্দিনের পুত্র সামসুজ্জামানের নিকট জায়গা বিক্রি করেন। সূত্রে জানা যায় গত ২৫ মে ২০১১ইং তারিখ ১ শত ৫০ টাকা মূল্যের স্ট্যাম্পে নবীগঞ্জ এস.
আর অফিসের ডিড রাইটার মোঃ আব্দুর রকিব এর মাধ্যমে একটি স্মরণ লিপি করেন ক্রেতা ও জমি বিক্রেতা পুরুষউত্তমপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন ও জমি ক্রয় করেন একই গ্রামের মৃত- সমসর উদ্দিনের পুত্র সামসুজ্জামান ১ লক্ষ ৫৫ হাজার টাকা স্বাব্যস্থক্রমে ১ লক্ষ টাকা পরিশোধ করেন এবং শর্ত তাকে যে, দেলোয়ার হোসেনকে বাকী ৫৫ হাজার টাকা পরিশোধ করার পর অত্র ভুমি রেজিস্ট্রি করে দিবেন ভুমি বিক্রেতা দেলোয়ার হোসেন। তফশীল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় শাখোয়া জে.এল.নং ৭৬, খতিয়ান ও ডিপি নং ১৭৪৬, সাবেক দাগ ২৯৩৪। হাল দাগ ৫৫৯২/৫৬৪২, ভিটা, মোয়াজ্জি .৩০ শতাংশ ভুমি বিক্রি করেন। জমি গ্রহিতা সামসুজ্জামান প্রায় ১০ বছর যাবত জমি বিক্রেতাসহ স্থানীয় এলাকার নেতৃবৃন্দের নিকট বার বার ধর্না দিলেও কাজ হচ্ছেনা। জমি বিক্রেতা দেলোয়ার তাকে পাত্তাই দিচ্ছেনা এবং ইদানিং জমি গ্রহিতা এ প্রতিনিধির নিকট অভিযোগ করে বলেন প্রায় ১০ বছর যাবত জমি ক্রয় করে জায়গা রেজিষ্ট্রি করে দিচ্ছেনা দেলোয়ার ইদানিং লোকমুখে শুনতে পারছি যে দেলোয়ার নাকি ওই জায়গা অন্যত্র বিক্রি করার পায়তারা করছে। এ ব্যাপারে আমি সামসুজ্জামান একজন অসহায় লোক হিসেবে উপজেলা প্রশাসন, উপজেলা সাবরেজিষ্টারসহ উপজেলার নেতৃস্থানীয় লোকজনের সহযোগিতা কামনা করছি।


     এই বিভাগের আরো খবর