,

নবীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করল হবিগঞ্জ ৯৮ ব্যাচ

সলিল বরণ দাশ ॥ দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন হবিগঞ্জ ৯৮ ব্যাচ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ৯৮ ব্যাচের সদস্যরা গত ২ ফেব্রুয়ারী সোমবার নবীগঞ্জ উপজেলার শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন। গত সোমবার দুপুরে নবীগঞ্জ কলেজ রোডের আল-হেলাল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন হবিগঞ্জ ও নবীগঞ্জ ৯৮ ব্যাচের বন্ধুরা। এ সময় হবিগঞ্জ ও নবীগঞ্জ ৯৮ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের ৯৮ ব্যাচের উৎপল রায়, অশোক কুমার দাশ, অর্জুন রায়, হাবিবুর রহমান মুরাদ, গৌর শংকর দাস, প্রকৌশলী আলী আফজল। এছাড়াও নবীগঞ্জ ৯৮ ব্যচের আমিনুল ইসলাম, সলিল বরণ দাশ, সুমন দেবনাথ, হাফিজুর রহমান চৌধুরী, হাফিজ খান, দিবাকর দাশ দিলু, অসিত সূত্রধর, জুনাব আলী, রিন্টু দাশ, ফজলু মিয়া ও রানা দেব প্রমুখ। পরে ৯৮ ব্যাচের সদস্যরা শীতবস্ত্র নবীগঞ্জের বিভিন্ন এলাকার তালিকাভুক্তদের কাছে বিতরণ করেন। যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সব সময় হবিগঞ্জবাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সকল সদস্যস্থন্দ। পরে একশত পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে ৯৮ ব্যাচের সদস্যরা। উল্লেখ্য, করোনা মহামারিতে জেলা ও বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করে চলছে সংগঠনটি।


     এই বিভাগের আরো খবর