,

লাখাইয়ে অযত্নে পড়ে আছে অ্যাম্বুলেন্স স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকার জনগন

সূর্য্য রায় ॥ সরকার দেশব্যাপী জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা থাকলেও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের উদাসীনতায়, অবহেলায় সে সুবিধার অনেকাংশ থেকেই বঞ্চিত তারা। এরই বাস্তব চিত্র ফুটে উঠেছে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে দেখা যায় চিকিৎসা সেবার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স অযত্নে অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। লক্ষ
লক্ষ টাকা ব্যয়ে ক্রয়কৃত এ অ্যাম্বুলেন্সটি সচল থাকা অবস্থায় জনসাধারণের কাজে আসেনি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা খেলু মিয়া। এমনকি এটি মেরামত করার কোনো চেষ্টাও করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। দীর্ঘদিন অযত্নে ফেলা রাখায় এর বেহাল দশা দেখে এ সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়। এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদির জানান, দুই আড়াই বছর যাবত একটি সচল অ্যাম্বুলেন্স স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে। পুরাতন অ্যাম্বুলেন্সটি অকেজো ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। পুরাতন অ্যাম্বুলেন্সটি কি কারণে অকেজো ঘোষণা করা হয়েছে এবং এটি মেরামত করে কি ব্যবহার করা যেতো না? এ প্রশ্নের জবাবে তিনি জানান, কাগজ না দেখে বলতে পারবো না।


     এই বিভাগের আরো খবর