,

নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট পুনঃ গননার দাবী জানিয়ে হাইকোর্টে রীট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার অনুষ্টিত হওয়া নির্বাচনে পোলিং সেন্টার ১,৩,৭,৮ এবং ১০ নং এ ভােট পুনঃ গননার দাবী জানিয়ে সুপ্রিম কোর্ট এর হাইকোর্টে ডিভিশনে রীট পিটিশন নং ১৫৩০/২০২১ দায়ের করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। আবেদনে তিনি হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভার রিটানিং অফিসার ভোট পুনঃ গণনা এবং আবেদন নিস্পত্তির পুর্বে মেয়রকে নির্বাচিত ঘোষনা ও শপথ গ্রহনের পত্র না দেওয়ার জন্য দাবী করলেও তা নিস্পত্তি না করে আগামী ৬ ফ্রেবুয়ারী শপথ গ্রহনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীকে পত্র প্রেরন করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। রীট পিটিশন সুত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে ভোট টেম্পারিং এর অভিযোগ এনে পোলিং সেন্টার ১,৩,৭,৮ এবং ১০ নং এ ভােট পুনঃ গননার দাবী জানিয়ে গত ১৮ জানুয়ারী সুপ্রিম কোর্ট এর হাইকোর্টে ডিভিশনে রীট পিটিশন নং ১৫৩০/২০২১ দায়ের করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। আবেদনকারী অভিযোগটি আমলে নিয়ে সুপ্রিমকোর্টের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মোঃ খায়রুল আলম যথাসময়ে শুনানী করে সুবিধাজনক সময়ে শোনে আদেশ প্রদান এবং যথাসময়ে তা বিবাদীদের জানানোর জন্য আদেশ দেন। উচ্চ আদালতের ৪৪ ডি এল আর এপিলেট ডিভিশনের ২১৯ পাতার সিদ্ধান্ত অনুযায়ী বাদী গোলাম রসুল রাহেল চৌধুরীর আইনজীবি এডভোকেট রেজিয়া সুলতানা ২ ফ্রেবুয়ারী একটি প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরন করেন। ভোট পুনঃ গণনার বিষয়টি নিস্পত্তি না করে মেয়র নির্বাচিত ঘোষনা গেজেট সম্পন্ন এবং সর্বোপরি শপথ গ্রহনের তারিখ আগামী ৬ ফ্রেবুয়ারী নির্ধারন করায় বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী।


     এই বিভাগের আরো খবর