,

চুনারুঘাটে বিমান প্রতিমন্ত্রীর সুধীজনের সঙ্গে মতবিনিময়

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলায় ১৯ কোটি ৫৪ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। ২নং আহম্মদাবাদ ইউনিয়নে ১৯ কোটি ৫৪ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ তলা আইসিটি ভবনে ৩ কোটি ১৯ লাখ টাকা, শুকদেবপুর-আমুরোড বাজার রাস্তার পুনঃনির্মাণ কাজে ৬৫ লাখ টাকা, কালিশিরি-সাওতারলেন পাকা রাস্তার কাজে ৮৪ লাখ টাকা, রাজারবাজার-কালিশিরি রাস্তার পুনঃনির্মাণ কাজে ১ কোটি টাকা, বগাডুবি আব্দুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে ৪০ লাখ টাকা, আমুরোড বাজার-বাঁশতলা রাস্তা পুনঃনির্মাণ ২৫ লাখ টাকা, কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণে ২৬ লাখ টাকা, গনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ৭৮ লাখ টাকা, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ৮৩ লাখ টাকা, আমুরোড কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের কাজে (চলমান) ৩ কোটি ৫০ লাখ টাকা, রাজার বাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ৬ তলা ভবনের কাজে (চলমান) ৭ কোটি ৮৪ লাখ টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছি। আপনার সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমাদের এই উন্নয়ন কাজের গতি চলমান থাকবে। এ সময় উপস্থিত আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থেকে কাজ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতি লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সম্পাদকসহ প্রশাসনের কর্মকর্তারা।


     এই বিভাগের আরো খবর