,

নবীগঞ্জে টিলা থেকে মাটি কাটা ও গাছ, বাঁশ কর্তনের অভিযোগে এক জনকে ১ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ১৩নং পানিউমদা ইউনিয়নে পাহাড়ের টিলা থেকে মাটি কাটা ও টিলার গাছ, বাঁশ কর্তনের অভিযোগে দণি পানিউমদা এলাকায় এক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন
এর নের্তৃত্বে ও নবীগঞ্জ থানা প্রশাসনের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় একটি এক্সকেভিটর সহ, কর্তনকৃত গাছ, বাঁশ সমেত আব্দুল কুদ্দুস এর পুত্র জহুর হোসেন (২৪) কে আটক করা হয়। তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(চ) ধারার অপরাধের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে আটককৃত এক্সকেভিটর সরকারের নামে বাজেয়াপ্ত এবং গাছ, বাঁশ বিধি মোতাবেক নিলামে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়।
এব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর