,

হবিগঞ্জের ইয়াছমিন হত্যাকান্ড! মামলার প্রধান আসামি কারাগারে

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়িতে ইয়াছমিন আক্তার হত্যা মামলার প্রধান আসামিকে জুয়েল মিয়া (৩০) কে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। সে তেঘরিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। এ মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছে। তবে পুলিশ জানিয়েছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদঘাটন হবে। গত ১২ ডিসেম্বর জুয়েল তার পিতা আব্দুল জলিলসহ অন্য আসামিরা ইয়াসমিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ইয়াসমিনের মা বাদি হয়ে জুয়েলসহ আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় জুয়েলের চাচা খলিল মিয়াকে সদর থানার এসআই খুর্শেদ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। ইয়াসমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গুগণ গ্রামের বাসিন্দা এখলাছ মিয়ার কন্যা। তাকে হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে ২০১৭ সালে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করে। প্রায়ই জুয়েল মিয়া ইয়াছমিনকে মারধর করত।
এসআই খুর্শেদ আলী জানান, প্রধান আসামি জুয়েলের বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করা হবে।


     এই বিভাগের আরো খবর