,

নবীগঞ্জে মাছ বাজারে মজুরির কাজ করতে গিয়ে হামলার শিকার ৩ শ্রমিক

সংবাদদাতা ॥ নবীগঞ্জে মাছ বাজারে মজুরির কাজ করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ৩ শ্রমিক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্ত্যু কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন সমরগাঁও গ্রামের হাদিস মিয়া (৩০), রুবেল মিয়া (২৯), কদ্দুস মিয়া (৪০)। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৭ এপ্রিল বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নামকস্থানে। এদিকে হামলার শিকার গুরুতর আহত হাদিস মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সূত্রে জানা যায় গত ১৭ এপ্রিল সকালে স্থানীয় বাংলাবাজার মাছ ব্যবসার জন্য ঘর নির্মাণের জন্য দিনমজুরিতে ৩ শ্রমিককে কাজে লাগায় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। মাছ ব্যবসার ঘর নির্মাণ শেষ করে শ্রমিকরা বাড়ি ফেরার মুহুর্তে এনাতাবাদ গ্রামের মাছ ব্যবসায়ী কলিম উল্লাহ এসে বলেন ঘর নির্মাণের কাজ সঠিকভাবে হয়নি। এ সময় তিনি শ্রমিকদের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে কলিম উল্লাহর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে শ্রমিকদের মারধর করতে থাকেন। এতে ৩ শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘষের আশংকা দেখা দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর