,

নবীগঞ্জে কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা-বখাটের ১০ মাস ১০ দিনের জেল

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জনৈক কিশোরীকে ইভটিজিং ও সমভ্রমহানির চেষ্টা করায় সুলতান মিয়া (২৬) নামে এক বখাটেকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভাম্যমান আদালত। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত সালাম মিয়ার পুত্র। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন। জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের জনৈক এক কিশোরীকে সুলতান মিয়া গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩  টায় একা পেয়ে ইভটিজিং ও সমভ্রমহানির চেষ্টা করে। এসময় কিশোরী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দৌড়ে ছুটে আসেন। এসময় উপস্থিত জনতা বখাটে সুলতানকে হাতেনাতে আটক করেন। আটকের পর উপস্থিত লোকজন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে ইউএনও ঘটনা স্থলে উপস্থিত হোন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় সুলতান মিয়াকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অপরাধীকে ১০মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।


     এই বিভাগের আরো খবর