,

আইপিএলে আর খেলবেন না স্টোকস-বাটলাররা!

সময় ডেস্ক ॥ মহামারি করোনাভাইরাসের মধ্যেই আর্থিক লোকসান এড়াতে বাড়তি ঝুঁকি নিয়ে আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু ক্রিকেটারদের শরীরে করোনা সংক্রমিত হওয়ায় অনেক সমালোচনার পর মাঝপথেই আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ভারত প্রায় তিন হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। আর এ ক্ষতি পুষিয়ে নিতেই ফের আইপিএল আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই। তবে ফের আইপিএল মাঠে গড়ালেও খেলতে পারছেন না ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবেন না জস বাটলার ও বেন স্টোকসরা। পূর্বনির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরে পাকিস্তান আর অক্টোবরে বাংলাদেশ সফর রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক আশলে জাইলস বলেছেন, এফটিপি অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তান সফর হচ্ছে। আশা করব জাতীয় দলের ক্রিকেটাররাও সেখানে থাকবেন। নতুন করে আইপিএল কখন হবে, কীভাবে হবে, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে এই গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় থেকেই আমরা ব্যস্ত হয়ে পড়ব। তাছাড়া আমাদের কাছে মহাগুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।


     এই বিভাগের আরো খবর