,

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫০, আটক ২৭

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে কামাল হোসেন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ২৭ দাঙ্গাবাজকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন রাহেলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানায়, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামের ইয়াকুব আলী সর্দারের সঙ্গে একই গ্রামের শের আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দু’ দলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যান। এ ঘটনায় উভয় পরে অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজরিমীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দুই দলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়প। এই সংঘর্ষে একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল এসপি। তার নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করা হচ্ছে। দোষী ছাড়া নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেয়া হবে। তবে এ রিপোর্ট লেখাকালে কোনো মামলা দায়ের করা হয়নি।


     এই বিভাগের আরো খবর