,

নবীগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান

নূরুজ্জামান ফারুকী ॥ নবীগঞ্জে বেপরোয়া গতিতে মটর সাইকেলের চালকদের বিরুদ্ধে গতকাল রবিবার অভিযান শুরু করেছে নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশ। একই সাথে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ নসিমন, সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম আটক করেছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদের সহযোগীতায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশ ইনজামুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, নবীগঞ্জ বাহুবলের সার্কেল এএসপি’র নির্দেশনায় ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদের সহযোগীতায় নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে। দিনব্যাপি এই অভিযানে ৫ টি মোটর সাইকেল, ৫ টি সিএনজি সহ আরো বিভিন্ন অবৈধ গাড়ীর ডকুমেন্ট না তাকায় মোট ১৫ টি গাড়ী আটক করে মামলা দেওয়া হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন, আইন অমান্যকারী সকল যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেপরোয়া গতিতে মটর সাইকেল চালানোর জন্য অনেক দূর্ঘটনা ঘটে। তাই সকল মটর সাইকেল চালকদের আরো সাবধান হওয়া উচিত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর