,

১৪তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ দিতে হাইকোর্টের রুল

সময় ডেস্ক ॥ ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে এনটিআরসিএসহ সংশ্লিষ্টদের। রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ ফারুক হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যামক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে এই রিটের জবাব দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের আলোকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে রিট আবেদনটি ফাইল করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। আশা করছি আমার মক্কেলরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন। গত ৩ জুন ১৪তম নিবন্ধনে উত্তীর্ণ শতাধিক প্রার্থীর পক্ষে এ রিটটি দায়ের করেন। রিট আবেদন বলা হয়, এনটিআরসি’র ১৪তম নিবন্ধনে উত্তীর্ণ ১৮০ জন এ রিট আবেদনটি দায়ের করেন। এটি তাদের পক্ষে প্রথম কোনো রিট দায়ের করা হয়। পরবর্তীতে রোববার শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।


     এই বিভাগের আরো খবর