,

৪ দিন ধরে এক যুবতীকে নিয়ে বিপাকে হবিগঞ্জ সদর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ৪ দিন ধরে এক যুবতীকে নিয়ে পড়েছে বিপাকে। অবশেষে ডাক্তারী পরীক্ষা করে আদালতের আদেশে তাকে পাঠানো হয় নিরাপত্তা হেফাজতে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন বেবিষ্ট্যান্ড এলাকায় ভবঘুরে ওই যুবতীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন সদর থানায় দিয়ে যান। এরপর থেকে পুলিশ ওই যুবতীকে নিয়ে পড়ে বিপাকে। সে নিজের নাম ঠিকানা ছাড়া অন্য কিছু বলতে পারে না। তবে তার দেয়া ঠিকানা অনুযায়ী পুলিশ গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা সে মানসিক প্রতিবন্ধী হতে পারে। গতকাল সোমবার দুপুরে সীমা (২০) নামের ওই যুবতীকে সদর থানার এসআই শুভ চন্দ্র দাস একদল মহিলা পুলিশ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান। পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান ওই যুবতী ৮ মাসের অন্তস্বত্তা। এ খবরে পুলিশ পড়ে আরও বিপাকে। অবশেষে বিকালে তাকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য জেলা কারাগারে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখাকালে তার কোনো অভিভাবককে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন এসআই শুভ চন্দ্র দাস।


     এই বিভাগের আরো খবর