,

নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তদের হামলায় আহত নজির মিয়া নিখোঁজ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নজির মিয়া (৩৫) এর হদিছ পাচ্ছেন না তার স্বজনরা। নিখোঁজের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে। আহত নিখোঁজ স্বামীর সন্ধান ও ঘটনাটি এলাকার মুরুব্বীয়ানদের অবগত করারদায়ে নজির মিয়ার বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে নজির মিয়ার স্ত্রী. বোন ও ভগ্নিপতি। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের কবল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মৃত আষ্টব উল্লার দু’সহোদর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। দু’সহোদরের বিরোধের জেরধরে তৃতীয় পক্ষের হাতে গুরুতর আহত হন নজির মিয়া। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নজির মিয়া বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হামলা করে। এতে নজির মিয়া গুরুতর আহত হয়। তার সুরচিৎকারে নজির মিয়ার স্ত্রী, স্বজনরাসহ আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা আহত নজির মিয়াসহ ঘটনাস্থল থেকে ছিটকে পড়ে। এ সময় নজির মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন গ্রামের সমর মিয়া নামক এক ব্যক্তি নজির মিয়ার স্ত্রীর কাছে সমঝিয়ে দেয়। ঘটনার পর থেকে নজির মিয়াকে না পেয়ে তার স্বজনরা নানা স্থানে খোজাঁখুজি করেও তার সন্ধান না পেয়ে এলাকার মুরুব্বীয়ানদের বিষয়টি অবগত করেন। এই খবর পেয়ে সকালে নজির মিয়ার বাড়িতে গিয়ে পুণঃরায় হামলা করে। এতে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। বাধা দেয়ায় তাদের হাতে আহত হন নজির মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩০) গুরুতর আহত হয়। এ ঘটনার খবর পেয়ে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ এলাকার লোকজন ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে নজির মিয়ার স্ত্রী জাহানারা বেগম জানান, তার আহত স্বামীর সন্ধান এখন পাননি। সন্ত্রাসীরা মারপিট করে গুরুতর জখম অবস্থায় তাকে কোথায় রেখেছেন তারও হদিছ পাওয়া যাচ্ছে না। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নিবেন বলেও জানান। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ বলেন, ঘটনাটি শুনেছি। এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার বিস্তারিত জানাযাবে।


     এই বিভাগের আরো খবর