,

টিকা নেওয়া যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নবীগঞ্জে সার্ভার সমস্যার কারনেই করোনা টিকার ২য় ডোজ সম্পন্ন তথ্যের বিভ্রান্তি

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জে সার্ভার সমস্যার কারনে করোনাভাইরাস প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ না নিয়েও ৫৮৮ জনের মোবাইলে এসেছে দ্বিতীয় ডোজ সম্পন্নের মেসেজ। এ নিয়ে জনমনে ভুল ও বিভ্রান্তি সৃষ্টির কারনে টিকা নিয়ে দেখা দিয়েছিল ভুলবুঝাবুঝি। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্ভার সংক্রান্ত সমস্যার বিষয়টি সাংবাদিকতের কাছে তুলে ধরেছেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, সার্ভার জটিলতার কারণে তোফায়েলের কাছে ভুল মেসেজ গেলেও তার দ্বিতীয় ডোজের টিকা পেতে কোনও অসুবিধা হবে না। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৭ আগস্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ টি ইউনিয়নের ১ম ডোজ গ্রহন ৭৭৯০ জন। যার মধ্যে গত ৭ সেপ্টেম্বর ৬৯৩২ জন উপস্থিত হয়ে ২য় ডোজ টিকা নেন। ২য় ডোজে বাকী থাকেন ৮৫৮ জন। এছাড়া একই তারিখে স্থায়ী কেন্দ্রে ১ম ডোজ নেন ১০০৮ জন। যার মধ্যে ২য় ডোজ গ্রহন করেন ৫৩০ জন। ২ য় ডোজে বাকী থাকেন ৪৭৮ জন। ২য় ডোজের মধ্যে ১৩ টি ইউনিয়ন আর পৌর সভার স্থায়ী কেন্দ্র মিলে ১৩৩৬ জন ২য় ডোজ গ্রহন করেন নাই। কিন্তুতথ্যগত বিভ্রান্তি আর সার্ভার সমস্যার কারনে ২য় টিকার ডোজ গ্রহন না করা লোকজনের মোবাইলে ম্যাসেজ আসে ২য় ডোজ সম্পন্ন। যা একান্তই তথ্যগত ভুল ছিল। স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ২য় ডোজ টিকা গ্রহন করতে বাদ পড়া লোকজন হাসপাতালের স্থায়ী কেন্দ্রে ইতিমধ্যে টিকা গ্রহন করতেছেন এবং বাকীরাও ঐ কেন্দ্র টিকা নিতে পারবেন। এতে স্বাস্থ্য বিভাগ ২য় ডোজের ব্যাপারে এতে কেউ ভুল ধারনা না নেওয়ার জন্য আহবান জানানো হয়। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘এটা কারিগরি ত্রুটির কারণে হয়েছে। তবে ওই ব্যক্তিকে হাসপাতালে ২য় ডোজ টিকা দেওয়া হবে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন বলেন, তথ্যগত সমস্যার কারনে এ রকম হয়েছে। যারা ২য় ডোজ নিতে বাদ পড়েছেন তাদের টিকা সম্পাদনে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সারাদেশে এমন ঘটনা ঘটছে। সার্ভার ও ডাটা এন্ট্রিতে ত্রুটির কারণে সাধারণত এমন হচ্ছে। তবে যার মোবাইল ফোনে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে বলে বার্তা এসেছে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এতে কোনও সমস্যা হবে না।


     এই বিভাগের আরো খবর