,

আজমিরীগঞ্জে মনোনয়ন প্রত্যাহার করলেন ৮ জন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৮ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী দুইজন, ওয়ার্ড সদস্য পাঁচজন এবং একজন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন গতকাল মঙ্গলবার তারা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল আলম। প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ১নম্বর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান। আগামী ১১ নভেম্বর আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন, ওয়ার্ড সদস্য ১৭৪ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৬০ জন। তন্মধ্যে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন মোবারুল, বিদ্রোহী প্রার্থী মো. স্বাধীন মিয়া, স্বতন্ত্র প্রার্থী ইসমাঈল হোসেন সরশ, ২নং বদলপুর ইউনিয়নে ৩ জন প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, বিদ্রোহী নীল কমল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট অসিম চৌধুরী, ৩ নং জলসুখা ইউনিয়নে ৩ জন প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোকসানা আক্তার শিখা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, স্বতন্ত্র প্রার্থী এইচ এম জামির, ৪নং কাকাইলছেও ইউনিয়নে ২ জন প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজবাহ উদ্দিন ভূঁইয়া, বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন, ৫নং শিবপাশা ইউনিয়নে ৫ জন প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, নলিউর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম মাবুল, জাহাঙ্গীর আলম তালুকদার। ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৭৪৯৯৪ জন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।


     এই বিভাগের আরো খবর