,

মামুনের নির্বাচনী সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতার নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পানিউমদা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিবুল হাসান মামুন প্রার্থীতা ঘোষণা করে গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। পরবর্তীতে তার এলাকার সমর্থকদের উদ্দোগে ১৩নং পানিউমদা ইউনিয়নের ভরগাঁও বাজারে ভরগাঁও, বুড়িনাও সম্মলিত হয়ে মহিবুল হাসান মামুন সমর্থনে গতকাল রাতে একটি নির্বাচনী অলোচনা সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ার পর ক্ষোভে ভরগাঁও গ্রামের আওয়ামীলীগ প্রার্থী সমর্থিত ব্যক্তি তৈয়বুর রহমান ভরগাঁও, বুড়িনাও গ্রামের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ জের ধরেই গতকাল বুধবার সভা শুরুর কিছু সময় পূর্বেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর সমর্থক একই গ্রামের তৈয়বুর রহমানের নেতৃত্বে আকলু মিয়া, মাহিবুর, মহসিন, এহিয়া, শামীমসহ বেশকিছু লোকজন নির্বাচনী আলোচনা সভায় আচমকা হামলা চালিয়ে সভার কার্যক্রম লন্ডভন্ড করে দেয়। তখন তারা সভায় থাকা চেয়ার টেবিল ভেঙ্গে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। স্বতন্ত্র প্রার্থী মহিবুল হাসান মামুন এ প্রতিনিধিকে জানান, উপরে উল্লেখিত ব্যক্তিরা আওয়ামীলীগের সমর্থক, আমি মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকে তারা এলাকার বিভিন্ন লোকজনের নিকট বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এক পর্যায়ে ভরগাঁও বাজারে ভরগাঁও, বুড়িনাও সম্মিলিত হয়ে এলাকার জনসাধারনে উদ্দ্যোগে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সভা শুরুর কিছুক্ষণ পূর্বে তারা পূর্ব পরিকল্পনা অনযায়ী এ ঘটনা ঘটায়। আমি এর সুষ্ঠ তদন্ত কামনা করছি। এ ব্যাপারে তৈয়বুর রহমানের মোবাইলে বার বার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর