,

হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নবীগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাচন সম্পন্ন

সভাপতি লিটন, সেক্রেটারী সাজিদ

প্রেস বিজ্ঞপ্তি: গত ৪ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ছালামতপুর বাস টার্মিনালে একটানা অনুষ্ঠিত হয়। এতে ৪১৭ জন ভোটারের মধ্যে ৩৮৬ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ১৫ জন প্রাথীর্ বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। সভাপতি পদে মোঃ লিটন মিয়া ১৫৬ ভোট পেয়ে আনারস মার্কায় নির্বাচিত হন তার নিকতম প্রার্থী মোঃ রায়হান মিয়া ছাতা মার্কায় পেয়েছেন ১৩৪ ভোট। সেক্রেটারী পদে সাজিদুর রহমান (দিল্লিক) ১৯৯ ভোট পেয়ে দোয়াত কলম মার্কায় নির্বাচিত হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ ইব্রাহিম মিয়া আম মার্কায় পেয়েছেন ১৩৪ ভোট। সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। মোঃ আব্দুল আজিদ পতাকা মার্কায় ১৪৫ ভোট পেয়ে ১ম সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ হাবিবুর রহমান সেলিম গোলাপ ফুল মার্কায় ১১৭ ভোট ২য় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। তাদের নিকতম প্রার্থী ২ জন মোঃ দুলু মিয়া খেজুর গাছ মার্কায় পান ১০৯ ভোট অপর প্রার্থী মোঃ ফারুক মিয়া পেয়েছেন ৮৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিধান দাশ মোমবাতি মার্কায় ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আলী হোসেন হারিকেন মার্কায় পেয়েছেন ১৪১ ভোট। সহ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শানুর মিয়া রিক্সা মার্কায় ১৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোঃ আনছার মিয়া বাইসাইকেল মার্কায় পান ১৩০ ভোট। অপর প্রার্থী মোঃ খয়ের মিয়া মোটর সাইকেল মার্কায় পেয়েছেন ৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া মাইক্রোবাস মার্কায় ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র নিকতম প্রার্থী বুলবুল আহমদ পেয়েছেন ১ ভোট।


     এই বিভাগের আরো খবর