,

হবিগঞ্জ শহরে শ্যালকের মামলায় দুলা ভাইর সাজা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবরেজিস্ট্রার অফিসের কেরানি আব্দুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে চেকের সমপরিমান টাকা দেয়ারও নির্দেশ দেন। এদিকে রায় প্রদানকালে আব্দুর রহমান পলাতক ছিলো। জানা যায়, শহরের ইনাতাবাদ গ্রামের বাসিন্দা জেলা সাবরেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কেরানি আব্দুর রহমান তারই শ্যালকের কাছ থেকে ব্যাংকের চেক দিয়ে মোটা অংকের টাকা নেন। কিন্তু সময়মতো টাকা না দেয়ায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। স্বাক্ষি প্রমাণ শেষে ১২ মে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ শহীদুল আমিন তাকে ১ বছরের সাজা ও ব্যাংকের সমপরিমান টাকা জরিমানা করেন। পুলিশ জানায়, সাজাপরোয়ানা এখনও থানায় আসেনি। আসার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে।


     এই বিভাগের আরো খবর