,

শায়েস্তাগঞ্জে গাজাঁসহ গ্রেফতার ২ :: ট্রাক ও প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার যোগে মাদক পাচারকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬ গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়- গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানাধীন ১১নং ব্রাক্ষ্মনডোরা ইউনিয়নের ১নং ওয়ার্ড অলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কার তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক দুইজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পদমদী শেখপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক এর ছেলে মোঃ ইমরান (২৭) এবং হবিগঞ্জ জেলার বাসিন্দা মাধবপুর থানার কালীকাপুর এলাকার বাসিন্দা আব্দুল ছোবাহান এর ছেলে মোঃ আঃ রহিম (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় নিত্য নতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করত। সংগ্রহকৃত গাঁজা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায় র‌্যাব। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর