,

অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার পরদিনই খুলে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ শহরে ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া ৬টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৪টিকে পুরো প্রক্রিয়া না মেনেই আবারো খুলে দেয়ার অভিযোগ উঠেছে। অনলাইনে কাগজপত্র জমা দিয়ে আবেদন করার পর ‘পরিদর্শনের জন্য অপেক্ষামান’ এর পর্যায়ে থাকা অবস্থায়ই এসব ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জেলা সিভিল সার্জন নুরুল হকের বিরুদ্ধে। অথচ নিয়ম অনুযায়ী পরিদর্শনের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ডায়াগনস্টিক সেন্টার গুলিতে জেলা সিভিল সার্জন সরেজমিন পরিদর্শন শেষে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়ার কথা। তবে এ ক্ষেত্রে ‘মানবিক দিক বিবেচনায়’ এ নিয়ম অনুসরণ করা হয়নি বলে জানান হবিগঞ্জ জেলা সিভিল সার্জন নুরুল হক। উল্লেখ্য এর আগে গত ২৯ মে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের অভিযানে সিভিল সার্জন ডা. মো. নূরুল হকের নেতৃত্বে বন্ধ করা হয় হবিগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টার, ডা. সানি কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পৌর বাস টার্মিনাল এলাকার সিটি চক্ষু হাসপাতাল। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ দণ্ডপ্রাপ্ত ক্লিনিকগুলো হলো, রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, শায়েস্তানগর এবং ডা. সানি কনসাল্টেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শায়েস্তাগঞ্জ। উল্লেখ্য, হবিগঞ্জ শহরে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এসব ডায়াগনোস্টিক সেন্টারে বিভিন্ন ডাক্তার রোগী দেখার নাম করে একগাদা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের পকেট থেকে হাতিয়ে নেন কাড়ি কাড়ি টাকা। এসব প্রতিষ্ঠানে এক্সরে আল্ট্রাসনোগ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করার ব্যবস্থা থাকলেও নেই এসব বিষয়ে বিশেষজ্ঞ কোন ডাক্তার।


     এই বিভাগের আরো খবর