,

হবিগঞ্জে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের কদর

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের কদর। একদিকে যেমন হাইব্রিড ডাব বিক্রি করে মানুষের জীবন বিষাক্রান্ত করে তুলেছে অন্যদিকে প্রতিটি ডাব বেকাদায় ফেলে ৮০ থেকে ১শ টাকা আদায় করা হচ্ছে। আর এসব ডাব খেয়ে সাধারণ মানুষের উপহারের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। জ্যেষ্ট-আষাঢ় মাসে প্রচণ্ড গরম পড়ায় মৌসুমের সুস্বাদু ফল ডাব। আর এসব ডাব এখন হাই্রবিড গাছের হাওয়ায় স্বাদ নেই। সরেজমিনে দেখা যায়, শহরের হাসপাতালের মোড়, থানার মোড়, কোর্ট মসজিদ এলাকা, তিনকোনা পুকুর পাড়, রাজনগর, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় পসারিরা হাইব্রিড ডাব সাজিয়ে বিক্রি করছেন। কয়েকজন বিক্রেতা জানান, কোনটা হাইব্রিড, কোনটা গাছের। জানি না। কিনে এনে বিক্রি করছি। তবে হাইব্রিড হলে হতে পারে।


     এই বিভাগের আরো খবর