,

মাধবপুরে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ শুরু

পিন্টু অধিকারী মাধবপুর থেকে : হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে জনশুমারি ও গৃহগণনা ও সুপারভাইজার ও গণনাকারীগণের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৯ই জুন সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় ধাপে প্রশিক্ষণে ছিলেন জোনাল অফিসার তাপস দেব ও আইটি সুপারভাইজর শুভম কুর্মী। জোনাল অফিসার তাপস দেব জানান বিশ্বের মধ্যে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা হতে যাচ্ছে। সারা দেশে আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করা হবে। গণনায় অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশে অবস্থানরত সকল দেশি ও বিদেশি নাগরিক এবং ৬ মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে। এছাড়া উপস্থিত ছিলেন সকল সুপারভাইজার ও গণনাকারীগণ।


     এই বিভাগের আরো খবর