,

প্রথমে দ্রাবিড়-সাঙ্গাকারা, পরে মিয়াঁদাদকে ছাড়ালেন বাবর

সময় ডেস্ক : ব্যাটে নামলে অন্তত ফিফটি হাঁকিয়ে ব্যাট উচিয়ে ধরছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টেস্ট হোক কিংবা ওয়ানডে, টি-২০ তার ব্যাটে হাসছেই। রেকর্ডও গড়ছেন তিনি। তিন ফরম্যাটে মিলিয়ে সর্বশেষ নয় ইনিংসে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার বিশ্ব রেকর্ড করেছেন পাকিস্তানের ডানহাতি টপ অর্ডার ব্যাটার। বাবর আজম ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সর্বশেষ তিন টেস্ট ইনিংসে যথাক্রমে ১৯৬, ৬৭ ও ৫৫ রানের ইনিংস খেলেছেন। এরপর তিন ওয়ানডে সিরিজে যথাক্রমে ৫৭, ১১৪ ও ১০৫* রানের ইনিংস খেলেন। অজিদের বিপক্ষে টি-২০ ম্যাচে তিনি খেলেছেন ৬৬ রানের ইনিংস। ঘরের মাঠে চেনা উইকেট-কন্ডিশন পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে তার আগুন ফর্মের প্রতিফলন দেখিয়েছেন বাবর আজম। প্রথম ম্যাচে তিনি খেলেন ১০৩ রানের ইনিংস। পরের ম্যাচে খেললেন ৭৭ রানের ইনিংস। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে মিলিয়ে টানা সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ উল হকের। টানা আটটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড ছিল কিংবদন্তি পাকিস্তান ব্যাটার জাভেদ মিয়াঁদাদের। ওই রেকর্ড ভাঙলেন বাবর।


     এই বিভাগের আরো খবর